‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনীর উদ্বোধন করলেন স্পিকার

‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনীর উদ্বোধন করলেন স্পিকার

তাজা খবর:

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সোমবার রাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উদ্বোধন শেষে অন্য দর্শনার্থীদের সঙ্গে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি উপভোগ করেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, শামসুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির প্লট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কাল থেকে নেওয়া হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *