দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকায় তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা

দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকায় তাসনিম খলিলের বিরুদ্ধে মামলা

তাজা খবর:

দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে সুইডেন প্রবাসী তাসনিম খলিলের বিরুদ্ধে দেশটির রাজধানী স্টকহোমে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইডেন আওয়ামী লীগের নেতা প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, প্রকৌশলী হেদায়েতুল ইসলাম শেলী ও দালিল উদ্দিন এ মামলা দায়ের করেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, তাসনিম খলিল বাংলাদেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। সে সুইডেনে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা মামলা করেছি এ জন্য যে, এ ধরনের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। সুইডেনের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *