দেশে শিল্প বিপ্লব ঘটবে আগামী ৫ বছরে : শিল্পমন্ত্রী

দেশে শিল্প বিপ্লব ঘটবে আগামী ৫ বছরে : শিল্পমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রেই অনেক উন্নয়ন সাধন করেছে সরকার এবং এই উন্নয়নের বিশাল একটি প্রভাব পড়বে দেশের শিল্পে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। বড় বড় দেশ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে। এরইমধ্যে সরকার বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগরীও গড়ে তুলছে। ফলে আগামী ৫ বছরে দেশে শিল্প বিপ্লব হবে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, রায়পুরা উপজেলাকে আর দুর্গম অঞ্চল বলা যায় না। আমার মামার (রায়পুরার এমপি রাজু) নেতৃত্বে এখানকার যথেষ্ট উন্নয়ন কাজ হয়েছে। তিনি যেটুকু উন্নয়ন করেছেন, তারপরও যদি কিছু বাকী থেকে থাকে সেটুকু আমি করব, ইনশাল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানটির মাধ্যমে দীর্ঘদিন পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে একই মঞ্চে সমবেত হয়েছেন জেলার সব এমপিসহ জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *