করোনায় পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহারের মৃত্যু
তাজা খবর:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক এবং সাবেক ক্রীড়া সাংবাদিক কামরুন নাহার রুমা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুন নাহার রুমা গত পাঁচদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
পিআইবিতে যোগদানের আগে রুমা ক্রীড়া সাংবাদিক হিসেবে দ্য বাংলাদেশ অবজারভার এবং দ্য ডেইলি অবজারভারে কাজ করেছেন।
রুমা দ্য ডেইলি অবজারভারের স্পোর্টস এডিটর মসিউর রহমানের স্ত্রী।