তাজা খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাব সংলগ্ন একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) বিকেল ৩টার এ ঘটনা ঘটে। পরে তাদের জাবি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলো, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের ইলেকট্রিক হেলপার জাকির হোসেনের ছেলে রাইহান (৭)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আরেকজন রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। তারা দুইজনের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকাই। সে ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণীর ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, বিকেল সোয়া তিনটার দিকে দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। বাচ্চা দুটিকে স্পট ডেড হিসেবে মেডিকেলে আনা হয়েছিল। তারপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, শিশু দুইটি পুকুরে ডুবে গেলে কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ দুটি উদ্ধার করে। সেখানে অনেকেই উপস্থিত ছিল, কিন্তু কেউই উদ্ধার কাজে এগিয়ে আসে নাই।
তিনি আরও বলেন, আমরা বরাবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সবসময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।