প্রকাশিত হলো কবি শামসুল হক বাবুর, নতুন ধারার কবিতা “ষষ্ঠশব্দাবলী’র অষ্টপদী’র ‘ষোড়শী কবিতা (করি আহ্বান)।

প্রকাশিত হলো কবি শামসুল হক বাবুর, নতুন ধারার কবিতা “ষষ্ঠশব্দাবলী’র অষ্টপদী’র ‘ষোড়শী কবিতা (করি আহ্বান)।

জয়শ্রী ঘোষ:

মোহাম্মদ শামছুল হক বাবু বর্তমান বিশ্ব সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করতে ও কাব্যজগতের নক্ষত্র অষ্টপদীর ষোড়শী কবিতার একজন ব্যতিক্রমী লেখক। এবার নিয়ে এলো একটি নতুন ধারার কবিতা। ষষ্ঠশব্দাবলী’র অষ্টপদী’র ‘ষোড়শী কবিতা। এটি হুবহু ফার্সি ভাষার সেই রুবাই নয়, আবার জাপানিজ বা চাইনিজ হাইকু, সনেট বা চতুষ্পদী কবিতা নয়, এটি এক নতুন সৃষ্টি, নতুন এক রচনা, যার নাম রাখা হয়েছে “ষষ্ঠশব্দাবলী’র অষ্টপদী’র ‘ষোড়শী কবিতা”। যাহা নতুন স্বাদে নতুন আঙ্গিকে পাঠকদের মন জয় করবে বলে আশা করছেন, কবি শামসুল হক বাবু । কবিতার নাম- (করি আহ্বান) ৬+১৬ এবং ৬+ ৮ তথা ৮×১৬ =১২৮÷১৬=৮ মাত্রায় রচিত। কবিতাটির রচনাকাল ১৮ আগস্ট রবিবার ২০১৯ ইং প্রকাশকাল ১৯ আগস্ট ২০১৯ ইং চৌটাইল।

“করি আহবান”

–-মুহাম্মদ শামসুল হক বাবু

আমি দেখেছি সেই সুমধুর বাক্যের খনি –
ভালো কাজে পাবে নাজাতের ঐ পরশমণি।

পাপে তাপেই ভরপুর দেহ ভরা দুনিয়া –
ঈমান চলে যাবে জালেমের কথা শুনিয়া।

সুপথ দেখাও মোরে গাহি মানবের গান –
নেক কাজ বিপদের সাথী ওহে বেঈমান।

নূরের বাণীতে জাগো ওহে নির্বোধ অধম –
মাফ করো আমরা তোমারই বনী আদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *