বাংলাদেশের অগ্রগতিতে সহায়তা করবে বেলজিয়াম

তাজা খবর:

বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বেলজিয়াম সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডেরহাসেল্ট।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন রাষ্ট্রদূত।

সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপক্ষীক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন তারা। খবর বাসসের।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-বেলজিয়ামের সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুই দেশের এমপিরা সফর বিনিময়, দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় চর্চা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি উন্নয়নে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরিতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এরই মধ্যে দেশে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গার্মেন্ট সেক্টরের এন্ট্রি লেভেলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কাজ করছেন। দক্ষতার ওপর ভিত্তি করে তাঁদের ওপরের স্তরে কাজের সুযোগ দিতে হবে।

রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডেরহাসেল্ট জাতীয় সংসদ পরিদর্শন করে এর নির্মাণশৈলীর প্রশংসা করে বলেন, সংসদ সদস্যদের টেকসই চর্চাকে এগিয়ে নিতে হবে।

এ সময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *