মার্কিন রাজনীতির একটি অলিখিত নিয়ম ছিল, দেশের বাইরে গিয়ে কেউ নিজ দেশের কারও বিরুদ্ধে নিন্দা করবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিয়ম আগেই ভঙ্গ করেছেন। জাপান ভ্রমণে গিয়ে আবারও সেই কাজ করলেন। টোকিওতে এক সরকারি সফরে গিয়ে তিনি বলেছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একজন কম বুদ্ধিসম্পন্ন মানুষ, তাঁর আইকিউকম, কোরীয় নেতা কিম জং-উনের এই বক্তব্য তিনি সমর্থন করেন।
ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেনকে নিয়ে কিম জং যা বলেছেন, তা ইতিহাসের ভিত্তিতেই বলেছেন। তাঁর কথার সঙ্গে আমি একমত।’