রাজবাড়ীতে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ কেসমত খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ মে) রাত ৯টার দিকে জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের ভাতশালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
ডিবি অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কেসমত খাঁ পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বাসিন্দা।
জেলা গোয়েন্দ পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান,কেসমত অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিচ্ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভাতশালা গ্রামের সালাম বিশ্বাসের বাড়ির সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাংশা থানায় দু’টি অস্ত্র মামলা রয়েছে।