সাভারের আশুলিয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

তাজা খবর:

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক স্বামী সাদেকুল ইসলাম মামুনকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বুধবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২৮ মে আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার পিয়ন সাদেকুল ইসলাম ও ভিকটিম প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে সাদেকুল ইসলাম যৌতুকের টাকাসহ বিভিন্ন কারণে ভিকটিমকে নির্যাতন শুরু করেন। পরে ভিকটিম নির্যাতন সইতে না পেরে গত ১২ মে স্বামীকে তালাক দেন। বিবাহ বিচ্ছেদের পর থেকে সাদিকুল ভিকটিমকে নানাভাবে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ৯ জুলাই আশুলিয়ার জামগড়ায় ভিকটিমের ভাড়া বাসার রুমে জোরপূর্বক প্রবেশ করে ভিকটিমকে পুনরায় তার সাথে সংসার করার জন্য চাপ সৃষ্টি করে। এতে রাজি না হলে আসামী তার উপর ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে এবং ভিকটিমকে এলোপাথাড়িভাবে মারধর করে জখম করে। এ সময় ভিকটিমের আর্তচিৎকারে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামী দরজায় তালা দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, ভিকটিম র‌্যাব-৪ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করলে র‌্যাব-৪ সংশ্লিষ্ট বিষয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাদিকুল ইসলাম মানুনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *