সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

তাজা খবর:

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৪৯০ ইয়াবা ট্যাবলেটসহ সুজন মোল্যা (৩০) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সুজন ফরিদপুর জেলার বাসিন্দা।

র‌্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারদের কাছে বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *