তাজা খবর:
ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর বাসভবনের সামনে থেকে বের করে হেমায়েতপুরের পূর্বহাটি, নতুন পাড়া হয়ে হেমায়েতপুর বাস স্ট্যান্ডে এসে শেষ করে।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুনে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন নেতা-কর্মীরা। তাদের অনেকে স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’।
শোভাযাত্রা শেষে চেয়ারম্যান সমর এর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানা তিনি।