তাজা খবর:
“খেলাধূলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এ লক্ষ্যকে সামনে রেখে ৯ই আগস্ট বুধবার সকাল ৯ ঘটিকার সময় ঢাকা জেলার সাভারের ইনভিটিশন ইংলিশ সেন্টারের কর্ণধার আবু তাহেরের ব্যক্তিগত প্রচেষ্ঠা ও আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচের।
উক্ত আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং সহ নানা ধরনের অপকর্ম মোকাবেলায় কিশোরদের করণীয় । আর এসকল সামাজিক কাছে সকল যুবকদের একত্রীত করার লক্ষ্যে সাভার অধর চন্দ্র স্কুল মাঠে আয়োজন করা হয় অংশগ্রহণমূলক প্রীতি ফুটবল ম্যাচের।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ প্রদানের জন্য উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন সমাজ উন্নয়ন কেন্দ্র(এসইউকে) এর চেয়ারম্যান ও আরটিভি এর স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া ও তরুণ সমাজের আইকন “দৈনিক বাংলা ৭১” এর স্টাফ রিপোর্টার ও জনপ্রিয় নিউজ পোর্টাল “তাজা খবর” এর সম্পাদক তপু ঘোষালসহ অন্যান্য সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছেন সমাজের নৈতিক অবক্ষয় দূর করার জন্য শিশু-কিশোরদের মাঝে সততা, দেশপ্রেম ও কিশোর গ্যাং সহ মাদক সন্ত্রাস প্রতিরোধ করার জন্য এধরনের আয়োজন অব্যাহত থাকবে।