তাজা খবর:
ঢাকা জেলার সাভারের আলমনগর (সুগন্ধা) হাউজিং এর বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের অভিযোগ।
গত মঙ্গলবার (৭ ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাভার হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় প্রস্তাবিত বলিয়ারপুর এগ্রো ফার্মের উন্নয়ন কাজে কর্মরত সাধারণ শ্রমিকদের উপর সুপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভয়ংকর আক্রমণ চালায় আলমনগর (সুগন্ধা) হাউজিং এর ভাড়াটিয়া সন্ত্রাসীরা। আক্রমণে বলিয়ারপুর এগ্রো ফার্মের ৫-৬ জন শ্রমিক তাৎক্ষণিকভাবে গুরুতর আহত হয়। এদের মধ্যে ১ জনের শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সেসময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে যে বলিয়ারপুর এগ্রো ফার্মের জন্য নির্ধারিত স্থানে ভূমি উন্নয়নের কাজ করছিলেন ফার্মের লোকজন। এসময় আলমনগর হাউজিং এর ৮০- ৯০ জনের একটি সন্ত্রাসীাবাহিনী দেশি দা, রামদা, চাপাতি, লোহার রডসহ আরো অনেক দেশীয় অস্ত্র সহকারে তাদের উপর আক্রমণ চালায়।
আক্রমনে আহত শ্রমিকরা হলো, ঢাকা জেলার সাভার উপজেলার কোন্ডা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ রিপন (৩৮), বলিয়ারপুর গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ উজ্জ্বল, আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ রায়হান, মোঃ মোস্তফা এর ছেলে মোহাম্মদ ইব্রাহিম, মোঃ হোসেন গাজীর ছেলে মোহাম্মদ আসমাত উল্লাহ মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ রিপন এর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সন্ত্রাসীরা তাকে রামদা দ্বারা তার পিঠ, হাত ও পায়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে উপস্থিত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় আলমনগর (সুগন্ধা) হাউজিং এর সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের বরাতে আরো জানা গেছে যে বহুদিন ধরেই আলমনগর হাউজিং কর্তৃপক্ষ পার্শ্ববর্তী প্রস্তাবিত বলিয়ারপুর এগ্রো ফার্মের নিজস্ব জমি দখলের অবৈধ চেষ্টা চালিয়ে আসছে।