সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি

তাজা খবর:

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়ায় ‘সবুজ বৃক্ষ, সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ফখরুল আলম সমর।এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনশত গাছের চারা দেয়া হয় তাদের।

ফখরুল আলম সমর বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের দিন আমাদের এই অঞ্চলের দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সাথে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক-সবজি আবাদ করার আহবান চেয়ারম্যান।

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আহম্মেদ, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদসহ শিক্ষকবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *