সাভারে যথাযোগ্য মর্যাদায় শুভ বড় দিন পালিত

সাভারে যথাযোগ্য মর্যাদায় শুভ বড় দিন পালিত

তাজা খবর:

ঢাকার অদূরে সাভারে যথাযোগ্য মর্যাদায় শুভ বড় দিন পালিত হয়েছে।দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার দিবগত রাত ১২টা ১মিনিটে এখানকার ৯টি গির্জায় কেক কাটা। দেশ ও জাতির মঙ্গলকামনায় ও ঈশ্বরের নৈকট্য লাভের আশায় বিশেষ প্রার্থনা ও খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে সাভারের সবচে বড় গির্জা ধরেন্ডা সেন্ট যোশেফ গির্জায় শত শত খ্রীষ্টান ধর্মীয় নারী পুরুষ সমবেত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন। সেন্ট যোশেফ গির্জার ফাদার ড. আলবার্ট রোজারিও যিশুর খ্রীষ্টের শান্তির বানী পাঠ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের সূচনা এবং কার্যাদি সমাপ্ত করেন। সাভারে পৌর এলাকার শিমুলতলা গির্জা,আনন্দপুর গির্জা,কমলাপুর গির্জা,দেওগাও গির্জাসহ ৯টি গির্জায় শান্তিপূর্নভাবে দিনটি পালিত হয়েছে।

বড় দিন উপলক্ষে প্রশাসনের পক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। অনুষ্ঠানে রাজাশন,দেওগা,কমলাপুর ও ধরেন্ডা খ্রীষ্টান পল্লীর ৪টি কীর্ত্তনদল নেচে গেয়ে কীর্ত্তন পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গনি উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান সূজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *