সাভারে স্মৃতিসৌধের সামনে বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩। তাজা খবর
তাজা খবর:
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিকশা ড্রাইভার জুয়েল রানা (৪০), পেছনে বসা যাত্রী মালেকা (২২) ও তার মেয়ে ফাতেমা (৩)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালের দিকে নবীনগরের নিরিবিলি এলাকা থেকে রিকশাযোগে নবীনগর টিকিট কাউন্টারে যাবার সময় জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে আসলে মানিকগঞ্জের পাটুরিয়ার দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রিকশা চালক ও পেছনে বসা দুই যাত্রী।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।