স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে সাভার ইয়াং মেন্স খ্রীষ্টান এসোসিয়েশন । আজ সকালে পৌর এলাকার জালেশ্বরে ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল সেন্টারে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের হাতে নগদ ১৪ হাজার করে টাকা ও ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ সভাপতি মি. তপন টি রোজারিও।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রানাপ্লাজা দুর্ঘটনার পর থেকে ধারাবাহিক ভাবে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের ১০জন শিক্ষার্থীকে প্রতিবছল সহায়তা প্রদান করে আসছে। যার ফলে ওই সব শিক্ষার্থী পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছে। অনেকেই রানা প্লাজা ট্রাজেডি এর পরে অনেক দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজ তার ধারাবাহিক্য অনেক কমে গেছে। তবে সাভার ওয়াইএমসিএ আজ অবধি ওয়াইজম্যান ক্লাব ঢাকা সেন্ট্রাল এর অর্থায়নে তা ধরে রখেছে এবং প্রতিবছর সহায়তা করে যাচ্ছে। ভবিষতেও তা অব্যহত থাকবে । আমাদের বিশ্বাস এই ক্ষুদ্র সহায়তার ফলে তারা সকালে একদিন ভাল অবস্থানে উপনীত হবে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার অনন্ত গমেজ, বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সভাপতি মি. জনি হিউবার্ট রোজারিও, ওয়াইডম্যান ক্লাব ঢাকা সেন্ট্রালের প্রাক্তন সভাপতি মি. বিলাস বি গমেজ। এছাড়া উপস্থিত ছিলেন সাভার ওয়াইএমসিএ সহ-সভাপতি মি. শিপু কন্তা, মি. শেখর পিউরী, মি. উৎপল মেন্ডিস, মি. নির্মল বিবেক, মি. পিয়াস কস্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক মি. রনেল ফ্রান্সিস কস্তা।