প্রকল্পের নথি বাংলায় তৈরি করতে হবে

প্রকল্পের নথি বাংলায় তৈরি করতে হবে

তাজা খবর:

সাধারণ মানুষের সহজে বোঝার স্বার্থে প্রকল্পের নথি বাংলায় তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় বাংলায় সব তথ্য নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, নদীর পাড় দখলমুক্ত করতে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, পাড় অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি কচুরিপানামুক্ত করে ড্রেজিং করতে হবে। নৌপথের বর্জ্য অপসারণে নৌপরিবহন এবং পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

শুধু মেডিক্যাল বর্র্জ্যই নয়, সব ধরনের বর্জ্যব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাস, নৌ, বিমান বা যে কোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত

তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

কৃষিজমি রক্ষায় যেখানে সেখানে শিল্পস্থাপন না করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন করতে হবে, যেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তাসহ সব ধরনের সুবিধা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *